সহকারী সুপারের
বানী

জুবায়ের হুসাইন
সহকারী সুপারبسم الله الرحمن الرحيم
ইসলামী ইতিহাসের সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় হল মারাকেশের ফাস শহরে অবস্থিত জামেয়া কারাউয়্যীন। তৃতীয় হিজরী শতাব্দীতে এর প্রতিষ্ঠা। এটা শুধু ইসলামী দুনিয়ার নয়, পুরো বিশ্বের প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলোর একটি। তৃতীয় শতাব্দীর এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সম্বলিত প্রস্পেকটাসে পাওয়া যায়, এখানে একদিকে দ্বীনী বিষয় তথা কুরআন, হাদীস, তাফসীর, ফিকহ প্রভৃতির পাঠদান হত। পাশাপাশি চিকিৎসা বিদ্যা, গণিত শাস্ত্র, জ্যোতির্বিজ্ঞান ইত্যাদি সেগুলোও পড়ানো হত। ইবনে খালদুন রাহ., ইবনে রুশদ রাহ., কাযী ইয়ায রাহ.-সহ জগদ্বিখ্যাত মনীষীগণ সেখানে অধ্যাপনা করতেন। তৈরি হয়েছে জগতের শ্রেষ্ঠ সন্তানগন। এটাই আমাদের ইতিহাস।
আমাদের প্রতিষ্ঠানগুলোতে একদিকে তৈরি হবে ইমামে আযম আবু হানিফা,ইমাম মালেক,ইমাম বুখারী, ইবনে হাজার আসকালানী,ইমাম গাজ্জালি, আল্লামা আনোয়ার শাহ কাশ্মিরী (রাহ.) অন্যদিকে তৈরি হবে ইবনে সিনা, ইবনে খালদুন, আল বেরুনি, , জাবির ইবনে হাইয়ানের মতো জগদ্বিখ্যাত বিজ্ঞানী।
আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসা এমনই স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে। এজন্য আমি শুকরিয়া জ্ঞাপন করছি এই প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান সি.আই.পি. স্যারসহ সংশ্লিষ্ট সকলকে। প্রতিষ্ঠান সূচনা থেকেই অত্যাধুনিক তথ্য ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করছে। প্রতিটি শিক্ষার্থী যেন আলোকিত মানুষ হতে পারে এজন্য প্রতিটি শিক্ষকের রয়েছে আন্তরিক চেষ্টা ও শ্রম। এই মাদ্রাসার শিক্ষার্থী যুগের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে প্রতিষ্ঠিত হবে এটাই আমাদের আকাঙ্খা। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলকে কবুল করুন।
আমীন